১)
শীতের সকাল ঠান্ডার কাল
বরফ বরফ লাগে।
লেপের ভেতর থাকতে মিনির
খুবই মজা লাগে।
কেমনে জানি সূর্যি মামা
সকাল সকাল উঠে,,,
গায়ে তার শীত লাগে না
কুয়াশার মাঝে হাটে।
ও সূর্যি ও সূর্যি তাড়াতাড়ি উঠে
শীত গায়ে আগুন লাগাও
এ সুনারু গায়ের বাটে।
২)
আলু ক্ষেতে মুলার লেজ
যাচ্ছে মাটির তলে,,,।
তা দেখিয়া পিয়াজ রাণী
বালুতে মুখ ঢাকে।
লম্বা আলুর লম্বা পা
মাটির নিচে যায়,
তা শুনিয়া গাজর মিয়া
পাতালের পথ পায়।
রসুন ভাইয়ের বাড়ি ঘর
মাটিতে সুড়ং খোঁজে
শালুক বিবির শ্বশুর বাড়ি
থাকে কাদার মাঝে।


৩)
চুপচুপ চুপ খোকা
চুপ চুপ চুপ।
এত কথা বলে নাকো
ঘুমে দাও ডুব।
ঘুমে গেলে ঘুম রানী
নিবে কোলে তুলে।
ঘুমের রাজা মুকুট খোলে
দিবে তোমার মাথে।
সেনা থাকবে মন্ত্রী থাকবে
থাকবে সোনার পরী।
মায়ের জন্যে শুধু রাইখো
সুন্দর একখান শাড়ি।
বাবার কথা মনে পড়লে
বাবার কোলে যেও।
বাবার বুকে মাথা রাখি
ঘুমের দেশেই শুইও।