এতিদিন চুপ ছিলেন যে মহাসাগর
আজ তিনিই সরব,,,
মহা বেল সরব হয়ে
পড়ে গেছেন গাছ হতে,,,
অত:পর বেলের ভেতর হতে
বের হয়ে আসল জীবিত রক্ত,,,
মড়া মানুষের মুখে চলে আসল ভাষা,,,


জং ধরা তলোয়ারে আহা কি ধার,,,
বহুদিনের পুরুনো রেডিও,, আবার সচল,,
আবার কবি লিখলেন, চাপাবাজির কবিতা
আবার ভুলে যাওয়া রোগির মাথায়
টনে টনে মস্তিস্ক,,,
আবার শুনা গেল একই বাণী,,
গাফিলতির মিলিলে প্রমাণ,,
শাস্তি হবে  
সমস্ত অপরাধের কোরবাণী,,,!


নিমজ্জিত আকাশ, লুকিয়ে পড়ল জলে
কবরে কবরে গর্জে উঠল
খুনীর হাতে খুন হওয়া প্রাণ,,,।
বিদ্রোহের স্বরে বলল শুধু নত স্বরে
মৃত্যুর দাম কি
মিলে যায় শাস্তির এমন
সস্তা বয়ান বিধানে।