আমি আজ সমতল থেকে
পাহাড়ের চূড় পর্যন্ত পুরোদমেই বাঙালি,,,
আমার বুকে আজ
বাংলার কলকারখানা হতে সকল গর্ভবতী জমি।
আমার বুকে মাঠের কোনে কোনে পড়ে থাকা
কোন বৃহৎ সবুজ ঘাস বলছে কথা বাংলায়
আমার বুকে বিল ঝিল হতে হাওর জলে
সাঁতার কাটা শাপলা ফুল,,,বলছে কথা বাংলায়।


যে ফুলের পাপড়ি দলে গেয়ে উঠেছে সমস্বরে,,,
সরস্বতী আপন সুরে,,," আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,,,আমি কি ভুলিতে পারি?"


না না এ ভাইকে ভুলে নি
মাটির বুকে লুকিয়ে থাকা মাটিরই পোকা,,,
ভুলেনি আহ্নিক কিবা বার্ষিক গতি,,
এ ভাইকে ভুলেনি শ্রমিক,ভুলে নি মজদুর,,,
ভুলেনি ছাত্র কিবা শিক্ষক,,,
এ ভাইকে ভুলে নি নবজাতক,,,
ভুলেনি নববধু নব রাত,,,
ভুলেনি স্টিমার,ভুলে নি রাখাল
ভুলেনি পাগলিনী,,,
ভুলেনি ভিখারী, ভুলেনি তটিনী,,,
এ ভাইকে ভুলেনি স্বপ্ন,ভুলে নি সাধ,,,
ভুলেনি বৃক্ষ, ভুলেনি পথ ঘাট,,
ভুলেনি পলাশী, ভুলেনি বিশ্ববিদ্যালয় চত্ত্বর,,,
ভুলেনি দাদুর চোখের চশমা,,আর দিদিমার অন্তর,,


এ দিনকে আমার বাবা ভুলেনি,,
ভুলেনি আমার মা,,,
ভুলেনি আমার বোন,, ভুলেনি আমার ভাই,,
ভুলেনি সকাল,,ভুলেনি সন্ধ্যা,,
এ দিনকে পাখি ভুলেনি,, পশু ভুলেনি,,,
পত্রিকা ভুলেনি রেডিও ভুলেনি,,
ভুলেনি প্রেমিকা বুলবুলি,,,,।
এ দিনকে আলপনা ভুলেনি,,,
ভুলেনি শহরের রাত বিরাতের ক্ষুধার্ত পাখি।
নায়িকা ভুলেনি, গায়িকা ভুলেনি ভুলেনি ব্যবসায়ি
ডাকাত ভুলে নি ভুলেনি সন্ন্যাসী।


তবে এ দিনটিই ভুলে গেছে শুধু
একুশে ফেব্রুয়ারী।,,,
হ্যা হ্যা গেছে ভুলে,,
একুশে ফেব্রুয়ারী,,,।
ভুলে গেছে সে বচন বাচনে,,,
ভুলে গেছে সে পঠন পাঠনে
ভুলে গেছে সে ইশতেহার এর পাতায়,,,,
নিজেকেই নিজে যেন সে মারতে চায়।
লিপজেল করে সে তাকে রাখছে ঠোটে
অন্তরের স্বাদ পেতে সে কাঁদছে শোকে,,,
চরম শোকে চরম,,
ওরে চরম শোকে।
অন্তরের স্বাদ পেতে সে কাঁদছে শোকে,,,
প্রেমের স্বাদ পেতে সে কাঁদছে শোকে
বন্দি হয়ে কেবল
দিনপঞ্জিকা বুকে।


,,,,,,,সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা----