আজ ইচ্ছে হচ্ছে বেদনার রাজ্যে সশরীরে গিয়ে
বেদনাকে স্তম্ভিত করে দেই,,
বেদনার গৃহে বসে বেদনার সাথে
করি সেই আগুন হজম করা আলিঙ্গন,,
যা না চেয়েও পায়ে পায়ে নিয়ে এসেছি এতকাল,,,
এত পথ,এত মাট,,এত আঙ্গিনা,
এত সময়ের ফিতায় চলেছি তাকে নিয়েই,,
করেছি অতিক্রম তবু বেদনার সাথ হতে মুক্তিবকোথায়?
বেদনার ভালবাসা হতে বিরহ সুখ কোথায়?


নেই নেই,নেই,,,কোথাও এই মুক্তি নেই।
জন্মের সাথে আজন্ম এক সাথী হয়ে আছে যে,,
মনের সাথে বেশ তার গলায়গলায় মিতালী,,
আর মন,,,এই দুনিয়ার এত কিছু থাকতেও,,
বেদনাকে দেখলেই দরজা খোলে দিয়ে
বসে থাকে পুড়ামুখী,,
বেদনার সাথে যেন তার আরব্যরজনীর কথা,,
বেদনার জন্য যেন সে সদা সজ্জিত রমণী,,
সদা ইচ্ছে বারাঙ্গনা,,


অত:পর কারন হীন কারনে
আবার কারন ময় কারনে
কিবা শুধুই কারণে,,
কিযে তাদের অভিসার!
পাতালের ট্রেনের মত অভিসার,,,
পাখির মত অভিসার,,,,
স্বপ্নের সাথে জীবনের অভিসার,,
বেদনার সাথে মনের সত্যি এক
বাদামের খোসার মত চরম অভিসার।
বাদামেত খোসার মত অভিসার,,,!