( মত বা বিশ্বাসে কারো কারো অবস্থান মিলতে নাও পারে তাই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানানো শুরুটা হোক এখনি,,,,,পারব কি? আসুন শুরু করি,,,।" বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব")


আজও পুষ্প হত্যার বিচার চাই,,,
হৃদয়ের গভীরে যে বিশ্বাসাবদ্ধ হৃদয় আছে,,
তা কেটে কুটে সামনে নিয়ে এসেই
দিবালোকের মত বিচার যাই,,,
হ্যা হ্যা বিচার চাই,,,
চাই চাই চাই বিচার চাই,,,
চাই অশ্রু মিলাতে, অশ্রুর স্বপথে
তাদেরই সাথে,,,


যারা চরম বোবা,, হুমায়ুন আজাদের রক্তের উপর,,
যারা চির কালা বধির,তসলিমা নাসরিনে
বহমান ধারায় বালুরাজ্য আগ্রাসন আঘাতের উপর,,।
যারা নীরব হাস্যোজ্জ্বল ব্লগার খুনের
চলমান মিছিলের উপর,,!!
যারা দরজা বন্ধ করে,,এখনো কুম্ভকর্ণ ঘুমে ,,,
পুরোহিত হত্যার আনন্দের উপর।
যারা বাম ডান,,ডান বাম করে করে
চির নগ্ন হয়ে আছে নাসিরনগর হতে রঙপুর,,।
যারা কথা বলতেও ভুলে যায়,,
ভুলের স্বভাবে,,,লঘুদের কান্নার উপর।
যারা বিশ্বাসের ব্যাধিতে,, ভিন্ন বিশ্বাসে
সদাই খোঁজে আগ্রাসী নির্যাতন আর ব্যবধান,,।
যারা অশ্লীল বয়ানে ভিন্ন মতে চালায়
মূর্তি ভাঙ্গার মত নীরব গুয়েতনামা অভিযান,,
যারা ভীষণ পাপী,,এখনো হাতে শুকনো রক্তের
তরতাজা খুনের গন্ধ,,,
যারা আপন গোত্র বিহিন,,সর্বদাই অন্ধ
কেবল গান্ধারী অন্ধ।।


হ্যা হ্যা আমি আজ তাদের সাথেই অশ্রুস্বরে বলছি
মৃত্যু কিবা ব্যথা,,,,, সর্ব স্থানেই সমান,,,সমান।
হোক সে  রঙ্গ চাপাতি
হোক সে উন্নাসিক লাটি
হোক সে রমরমা রগকাটা
হোক সে সচেতন জবাই
হোক সে নির্বোধ বলি,,
হোক সে সংখ্যাগুরুর পতঙ্গ-আক্রমনী
হোক সে  নিত্য নতুন জল্লাদি পদ্ধতি,,
বিচার যে গো মা করতেই হবে
সনি হতে আরবারে,,মতে কিবা ভিন্নমতে
সকল খুনের শান্ত জল নিস্পত্তি,,,!!


ভিন্নমতের প্রতি শ্রদ্দায় যেন
হয় না কারো ভিন্ন ভিন্ন সময়,,
ভিন্ন ভিন্ন গিরগিটি মতি!!


################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১১/১০/১৯