এক প্রাগৈতিহাসিক আলোর সিংহাসন দেশ চাই,,
মুক্তির নামে আলোর প্রজ্জ্বলিত সন্দেশ চাই
আমার চেনাজানা অন্দরমহল হাতে নাতে,,,
কে এনে দিবে সে সিন্ধু নদের দিগন্ত আলো,,,
গ্রাস করা বালুময় সূর্যের আহারী কিবা
বাহারি  উদর হতে?


আমাকে কে এনে দিবে
মাটির নিশ্চিত নিদ্রিত তলদেশে হতে
সেই হাস্যোজ্জ্বল মেনকা,অম্বা তাপ,,
যারা নুপুর পায়েও রক্তের অশ্রুতে
সদা দুঃখের সুখী,পেতে
মর্ত্যের সন্ধান।
যারা আমার হৃদয় রাজ্যের প্রেয়সী
আমার বিকশিত নেশার মস্তিষ্ক প্রাণ,,,।


কে দিবে আমাকে মেঘে ভেজা দরজা অগ্নি,
যা আমার বুকের ভেতর
নিত্য করে যায় খেলা,,,
মুক্তিরে৷ চেনাতে!


নাকি আমাকেই উঠতে হবে ঘুম থেকে
আমার দেশ বিদেশ অন্ধকার
দিতে হবে ফেলে সাগরে অতলে।
প্রভাত নাইবা আসুক,,,
আমাকে ছুঁতে,,,তবু যে
আমাকেই যেতে হবে নোবেল প্রভাতে।