আমার জানা নেই,,
কেমন করে এক দল ছাড়পোকা
দিনের আলোতে থাকতে পারে লুকিয়ে,,,
আর তারই রাতের সোহাগী বিছানা
দিনের আলোতে সমান্তরাল সুখে যায় খোজে,,,!
সূযোগ মত লিখে দিতে চায় মেঝের ধুলি,,
ছাদের চিত্র ভাজে ভাজে!


কিন্তু আমি জেনে যাচ্ছি প্রতিনিয়ত,,
আমার সাথেই আমার ঘটছে বিবাদ
অনু হতে পরমানুতে,,,
বিশ্বাসের দরজায় বাস্তবের পালোয়ান
হাতুড়ি নিয়ে করছে আঘাত বার বার।
আমাকে যেন টেনে নিয়ে যেতে চায় শকুন
চিলের দল বার বার  পাখনা মেলছে আকাশে!
চারপাশের গর্ত ভরা শিয়ালের দল
প্রতি দিনই পাঠাচ্ছে ভালবাসার পত্র,,,।


একি হায়,,একি হায় ঈশ্বর
নিরুপায় মনের উপর
এ কেমন নিরুপায় হাল চাষের বহর।
ভিখারী সেজেও যা পাইনা,,
প্রেমের দুয়ারে দুয়ারে।
তাই কেন চলে আসে অন্ধকারের পত্রকারে।