আমি একটা পাখির উপর আরেকটা পাখিকে উঠতে দেখেছি,,,
দেখেছি পাখা ঝাপটিয়ে চুমু খেতে,,,
আহা আহা কত সুন্দর এই ধরনী।
আমি গলা ছেড়ে সবাইকে ডাকলাম,,
বললাম আসো,আসো ঈশ্বর কে দেখবে আসো,,এই যে ঈশ্বরের অনুভুতির চিরন্তন সত্য প্রকাশ,,
আমি হেটে হেটে দূর্বা ঘাসের উপর দিয়ে,,
সুমিষ্ট হাসিতে গেলাম আরেকটু দূরে,,,
চোখ বন্ধ করলাম,,,
এ কি চারদিকে শুধু পাখি আর পাখি,,
সমধুর গান,সুমধুর আলিঙ্গন,সুমধুর রতি,সমধুরু চুম্বন সত্য সতী।
এবার চোখ উন্মুক্ত করলাম,,
দেখলাম শত শত,হাজার হাজার লাখ লাখ কুকুর কুকুরী পাখির মতই ভাসছে সুখের হাওয়ায়,,
আমি উপরের দিকে তাকালাম,,
একি ঈশ্বর যে সেথায়।
নম: নম: নম: প্রভু নম: তব চেতনায়
ক্ষুধারর রাজ্যে ক্ষুধা তুমি
দেহতে দেহের কামনায়।
বেঁচে আছে ধরা,বেঁচে আছি মোরা,,বাঁচিয়ে রেখে তোমারে?রতি ক্রিয়ায় তোমার চিন্তার
তোমার বিকাশ
দেখেছি বিশ্ব পারাপারে।