১)
আমি রোজ একটা বাগান
সাজিয়ে দেব,,আমার পায়ের চাপে চাপে
শক্ত হওয়া মাটিতে।
আমি রোজ একটা সবুজ পাতা
এঁকে নিব আমার ঘরের মাঝখানে।
অন্তত বন ছুইতে আমি না পারি
বন তো ছুইতে পারবে আমাকে
আমার কিছু কিছু ইচ্ছে
কিবা বিলাসে।
হয়ত এভাবেই বেঁচে রইব পাশাপাশি
গুহা কাটার মাটি হতে
ইট পুরানোর দেশে দেশে।



২)
হয়ত তুমি আমার হাতের নখের বিষ দেখেছ?
দেখেছ আমার চুলের কালো রূপ
কিন্তু জানো না বন্ধু
আমার বিষাক্ত নখ আর
কালো চুলের ভেতরেও রক্ত বহে।
যে রক্তের রং গোলাপের মত লাল,,,
কপালের সিদুরের মত লাল।


৩)
দরজার সামনে লিখে রেখেছিলাম,,
লিপস্টিক এর রঙ দিয়ে স্বাগতম।
বিশ্বাস করো শহরের সব পথ গুলি
ধরে এনে বসিয়ে দিয়েছিলাম
ঘরের সম্মুখে,
অন্দরের বিছানা খানি
নিশান বানিয়ে বাড়িতে দিয়েছিলাম উড়ায়ে,,
ভেবেছিলাম কেউ বুঝে যাবে
বিছানা কী চায়?
অন্দর কী চায়?


কিন্তু তুমি রঙ কে হারালে,
নিশান কে হারালে  তোমার ট্রেনের কাছে।
যে ট্রেন টি খুব বেগে চলে যায়,চলে গিয়েছে
তোমার বাড়ি হতে তোমার অফিসে।


৪)
ভেবেছিলাম তুমি তোমার ঘরের কলস হতে
জল ফেলে দিয়ে তোমার উঠানে
এঁকে দিবে এমন আরো কিছু ছবি,,
যে ছবি ফুলকে চেনাবে,,ফুল করে
পাথরকে চেনাবে পাথর করে।


তুমি তাই করলে,,গো
তাই করলে হেসে হেসে।
তবে ছবি গুলি দাবী করল এক বীর সুরে,,
তারাও যে এঁকেছে তোমার এক ছবি,,তাদের ভিন্ন রূপে রূপে।
তা যেন চিনে নেয় জগৎ
ভালবাসারে ভালবেসে,,!!


মূর্তি দেখে তাই কুমার পূজিলাম
আমার মন্দিরে।