কত দিন ধরে একটি গাছ ,,
দাঁড়ানোর খুব চেষ্টা করছে,,,
উপরে দূরন্ত আকাশ ,,আর নিচে বিশাল উদারতার মাটি,,,
তার মাঝেই গাছটা একটা গান ধরল,,মনের গান,,প্রাণের গান,,,
পাশ দিয়ে নদী বহে গেল,,অনেক দিন ধরে।
গাছটি সেখান থেকেই শিখেছিল গান,,,
সে গান  গাইবে,,,পৃথিবী যতদিন বেঁচে থাকে
সে ততদিন গান গাইবে,,,বলেই সে গান শিখেছিল,,,
মনের গান ,,প্রাণের গান।
কিন্তু একি সে গান যে পছন্দ হল না মেঘের,,,,
সে গান যে বুকে নিলো না ঝর্ণার ধারা,,
সে গান যে একটু স্পর্শ করতে পারে নি বৃষ্টির অনুভব,,,
এ গান নাকি চোখে জল নিয়ে আসে না,,,
এ গান নাকি মৃদঙ্গ তে তাল নিয়ে আসে না,,
এ গান নাকি কোন পাখির পাখায় বেগ নিয়ে আসে না,,
তাহলে কী গান গায় গাছটি, ,,,
পাতায় পাতায় যে সুরধ্বনি রেওয়াজ যাচ্ছে করে ,,,
তা কিসের ?
তা কি মানুষের কাছে মানুষ এর মত ভাষা,,,
মেঘের কাছে মেঘের মত আশা?
বালুর কাছে বালুর মত কাজ নাকি
গানটি শুধু গাছের,,,,
যে শিকড়ে শিকড়ে ছড়িয়ে দিয়েছে গান,,
রন্ধ্রে রন্ধ্রে ভরিয়ে দিয়েছে গান,,,
এই গানে কারো গান জাগে কিনা গাছ জানে না,,,
শুধু এই জানে ,,এই গান ছাড়া
গাছ নিজে কভু বাঁচে না,,।
এই গান ছাড়া শ্মশানে কাঠ পুড়ার শব্দ
হতে সে বাঁচে না,,,।


আমি এই গান চাই দুনিয়ায় বিখ্যাত শিল্পীর কন্ঠে,,
এই গান চাই ভিখারীর থালা হতে রাজার রাজ দন্ডে
এই গান লয়েই প্রেমিক সারারার জেগে থাকুক
প্রেমিকাকে মোবাইলে ভাসিয়ে,,
এই গানে দেবীর পায়ে নুপুর বেধে দিক কোন যুবক
দেবতার সাথে গোপন দেখা হউক কোন যুবতীর।
সিগারেটের বুকে ভরে যাক নেশাখোর নিকোটিন।
ঠিক এই গানে বিষ ইউক বিষ
অমৃত হউক অমৃত,,,
আপনারে চিনিবার,আপনারে জানিবার,,,
আপনারে বুঝিবার চিরন্তন রীত।