কে ভাই তুমি অসহায়,,কাঁদিছ আড়ালে,,
তাকাচ্ছ আকাশে নিরুপায় চোখে,,
পাশেই তোমার পূর্ণ কলসী পাঠাচ্ছে জল আকাশে।
কিন্তু তোমার চোখের জল এখনো প্রকাশ হয় নি পত্রিকায়,,ভাইরাল হয় নি অনলাইনে।


কে বোন তুমি ধর্ষিত হচ্ছ নিরলে,,,
তোমার চিৎকার,আত্মমরণের ঘ্রাণ
এখনো আসে নি বাতাসে!
বক্তব্য দেবার সূযোগ হয় নি এখনো আদালতের,,
কথা দেবার মঞ্চ হয়নি নেত্রীর মাইকের।
আড্ডা দেবার মঞ্চে
তোমার ধর্ষণ হয়নি চিত্রত বারে বারে!


কে তুমি অবোধ শিশু অত্যাচার অত্যাচারে
যাচ্ছ মারা মানবের ঘরে।
মানুষ দেহেই দেখছ পশুর সর্বপ্রকার পশুত্ব
মানুষের ভদ্র অভদ্রতার ছাদে।
তোমার রোদন এখনো পায়নি স্থান
টকশো কিবা মিছিল রাজপথে।
পায়নি সম্পাদকের পাণ্ডিত্য ছোঁয়া,,,
শিল্পীর রমরমা ক্যাসেট,,,।


কে তুমি বৃদ্ধ কিবা বৃদ্ধ তিলে তিলে
যাচ্ছ মারা স্ব স্ব সন্তানের গৃহে
হস্ত কিবা দন্ত প্রহারে।
তোমার ব্যথায়
এখনো বাড়ায় নি গলা আরেক সন্তান,,
না দেখে আরশি আপন ঘরে।


কে তুমি ভিন্ন ধর্ম,ভিন্ন গোত্রের মানুষ,,,
সাপের মত যাচ্ছ মারা জনতার লাটির নিচে,,
কাকে তুমি করবে দোষী, করবে অপরাধী
জনতা শব্দের দেয়াল ভেঙ্গে!
তোমাকে নিয়ে লুকোচুরি খেলা চলছে
দেশে দেশে,,ভদ্রতার পোশাকে।


কে তুমি আশ্রিত,কে তুমি অবল অবলা,,
বলের যাতাকলে মরছ পিষে,,,
সিস্টেম রেলের চাকায় হচ্ছ খন্ড দ্বিখন্ড দিনে দিনে,,
নীতির নলে খাচ্ছে চুষে রক্ত তোমার
ওই হাই ওয়ের শ্রেণি,,
তোমার কথা এখনো জানে নি কেউ,,,
জানে নি গতকাল,,
হয়তবা জানিবে কেউ আগামিতে,,,
তখন কথা দিলাম আমিও কাদিব সবার সাথে,,
অত্যাচার সহার মাত্রা বাড়াও নিরলে,,,
কথা দিলাম,,
একদিন তোমাকে নিয়েও
কবিতা লিখব আমি
সূযোগ সন্ধানে,,,।