শাপলা দোলে বিলের জলে
আমার গায়ের পাশে,,
ভোর হলেই বাতাস ছোয়ে
অট্টহাসি হাসে,,
রাতের বেলায় তারার কাছে
শিখে বাঁচার আলো।
মন্দ মাঝেও থাকে কিছু
মন মাতানো ভালো
গাছের পাতায় সুখের ছাতায়
বসত আছে ছেয়ে
ঘরে ঘরে সুখের আবাদ
দুঃখ টাকে সহে।
নিজের ক্ষেতে নিজের ধান
আঙ্গিনায় ফসল,,
সবজী বাগান খুশির উঠান
ভুলায় চোখের জল।
গাভির দুধে,হাসের ডিমে
অশ্রু হাসি হাসে,,
বৃষ্টি দিনে বীজ ভাজায়
আরামের দিন আসে।
অসুখ বিসুখ হলে গলে
তাগা তাবিজ ঝুলায়
বিশ্বাসে অমৃত ভাবি
বিষের ভরি খায়,,
কেউ বাঁচে কেউবা মরে
জানে না কারন,,
কারণ জানা সুখের জন্য
সুখেরই বারণ।
ভাঙ্গা হাড়ি ভাঙ্গা কপাল
কষ্টের নাইকো শেষ,
তবু সবাই রাজা, সবাই রানী
লয়ে সুনারু পরিবেশ।