আবার,, তাদের সাথে দেখা হল,,,
যাদের ছায়ায়,,হাটা শিখেছিল
আমার অন্দরমহলের ছোট ছোট কবুতর,,।
যাদের ভালোবাসায়,, আত্মার
লিকলিকে গাছটা হয়েছিল একটু শক্ত,,একটু মোটা,,।
যাদের চোখের সামনে আমার অন্নপ্রাসনের থালা বাটি
ধীরে ধীরে চলে গিয়েছিল,,আড়ালে।
যাদের ঘিরে রাখা বাতাস মাঝেই
আমার ঘুড়িটা কখনো উড়েছিল,,আবার
কখনো গিয়েছিল পড়ে।
তাদের সাথে আবার শুভেচ্ছা
বিনিময় হল,,জলের উপর দাঁড়িয়ে,,
জানাজানির আনন্দ হিড়িক হল,,
বহুদিনের চেনা জানা পুরুনো বইটা
এক সেকেন্ডেই পড়ে ফেলার তাগিধে।
আমি তাদের পা ছোঁয়ে প্রনাম করতে পারিনি
তবে মন ছোঁয়ে মন্দিরের দরজা খোলে
দেখতে ও দেখাতে পেরেছি,,
এখনো আমি কত ছোট,,তাদের সম্মুখে
এখনো কত নির্মল ভালোবাসা চাষ হয়
একে অপরের জন্যে!
এখনো আমরা কত আপন,,
হাওয়ায় ভরা এই সংসারের অন্দরে।
এখনো আমরা কত,,,স্বচ্ছ নরম মাটি,,
দাবানল ভরা ভুবনে।
হয়ত এতদিনে অনেক পুকুর ভরাট হয়ে গেছে
সীমানার উপর দাঁড়িয়ে থাকা ইট টা
তিলে তিলে ডুবে গেছে পাতালে,,।
হয়ত একটা রাজবাড়ি জনশুন্য হয়ে
ঢেউয়ের নিষ্টুর আবেদনে হয়ে গেছে উধাও।
হয়ত গাছের পোকায় খাওয়া পাতাগুলি
কবেই গেছে ঝরে,,,।
তবে যে স্থানেও ঘাস ছিল না,,ছিল না সবুজ
আস সেথায় প্রাণের স্পন্দন দেখলাম।
দেখলাম,,কতটা নিকঠত্ব ফেলে এসেছি দূরে,,
কতটা ভালোবাসা ফেলে দিয়ে এসেছি,,অনেক দূরে।
যাদের পানের রসে আজ সুগন্ধি পেলাম,,
সেই সুগন্ধি সেদিন হয়নি হয়ত প্রকাশ,,,
যাদের হাড়িতে আজ আমার জন্য অন্ন দেখলাম
সেদিন হাড়ির তল দেখেই হয়েছি ধৈর্য্যহীন।
কিন্তু কেন,,কেন বুঝিনি,,!!
পাশাপাশি থাকার এক জ্বালা আছে,,এক বিপদ আছে!
পাশাপাশি থাকার এক আঘাত আছে,,এক কষ্ট আছে!
আছে ঘর্ষণ,,আছে ক্লেদ,,আছে নিপিড়ন
আছে ভুল,,আছে ভ্রান্তি,,আছে উদাসীনতা
আর অজান্তেই অজানা কারনে অকারনে
মতের ভিন্নতা।
আমি সেই ভিন্নতাকে নরক ভেবে
স্বর্গের সন্ধানে আজো ঘুরেই চলেছি পথে পথে,,?
আমি আপন জনের আপনত্ব বুঝতে না পেরে
হৃদয়ের অস্থির যন্ত্রনায় হৃদয় খোঁজে চলেছি সর্বত্র।
অথচ যাদের বাড়িতে আমার
মোরগের অবাধ ছিল বিচরণ
কিবা কখনো কখনো ঝগড়ার কারন,,
তারাই আমার হৃদয়,,।
যার উঠানের কুল গাছে ঢিল দিলে
শুনতাম গালি,,আবার পাকা কুল খাওয়াতেন
ডেকে নিয়ে আদরে,,আপ্যায়নে,,
তারাই আমার হৃদয়।
যে বাড়ির কিনারে দাঁড়িয়ে হাওড়
দেখতে লাগত,,সপ্তাশ্চর্যের মত সুন্দর,,!
আবার হাওরের ঢেউই,,সে বাড়ি করে নিত গ্রাস
এই হাওরি আমার হৃদয়,,,!!
হৃদয় তারা,,যারা আমাকে ন্যাঙটা দেখেছে,
ছোট্ট নদীর বিশাল স্রোতের ঘাটে
হৃদয় তারা যারা আমাকে অঙ্ক শিখিয়েছে
উঠানে শীতল পাটি বিছিয়ে,,
হৃদয় তারা যারা আমার খেলার সাথী
সেই ছোটবেলার ভক্ত ময়দানে,,
হৃদয় তারা যাদের রান্না ঘরের কস্তুরি ঘ্রাণ
চলে আসত আমাদের ঘরে,,,বৃষ্টির দিনে।
হৃদয় তারা,,যাদের বাতির খবর কিবা অন্ধকারের খবর
কিছুই বাদ যেত না গ্রাম্য পত্রিকা চলন্ত সিড়ি হতে।
হৃদয় তারা যারা কখনো ঢেউ,,কখনো মেঘ
কখনো বৃষ্টি,,কখনো আবার সুবাস ছিল
আমাদের গোচরে বা অগোচরে আমাদের সাথে।
হৃদয় তারা যারা আমার বাল্য বেলার সকল স্মৃতি
অজান্তেই মনে গেথে রেখেছে,,ভুলে যেতে গিয়ে।
আজ তাদের সাথেই আবার দেখা হল,,
দেখ হল অনেক বড় এক পাহাড় ভেদ করে
দেখা হল চীনের দেয়াল টপকিয়ে,,
দেখা হল,,মাটির তলের মাটি হাতে লয়ে
দেখা হলে হাড়িকেনের আলোটাকে টেনে বের করে,,
দেখা হল ঘরের পোষা বিড়ালটাকে
অনেক দিন পর কোলে বসিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে
দেখা হল আপনজনদের সাথে,,,
আপন আপন দাওয়াতে!!