একে কি আর চুরি বলে বাপু
এই তো মাত্র সামান্য কয়েক টন চাল
আর মাত্র কয়েক হাজার বস্তা আলু
এ কি আর চুরি?
তোমরাও বাপু,,চোর কে বল না চোর
সাধুকে বলে বেড়াচ্ছ চোর।
আচ্ছা তোমরা জুতার গলায় মালা দেখেছ?
কিবা নর্দমার উপর ফুলের বাগান?
তোমরা পচা গলিত মাংসের উপর সুগন্ধি
আঁতর দেখেছ,,?
তোমরা কি টয়লেটের উপর
দেখেছ বাসস্থানের সাইনবোর্ড,,
তোমরা সাপের মাথায়
দেখেছ কি ওঝার মুকুট ,,,?


আচ্ছা তাও দেখ নি?
তাহলে এত অবশ্যই দেখেছে,,
কসাইয়ের সাথে হরিণের গোপন অভিসার!
মূর্খ টুপির সাথে,,মোমবাতির সোহাগ রাত।
তাও দেখ নি,,,
তাহলে তাকে দেখে নাও
যে বিশ্বাসের দুয়ারে ঘাস খায় গাধার  বদনে,,
যে স্বইচ্ছায় করাচ্ছে চুরি আপনারে
ভোটের ময়দানে।
যে এখনো দেখে না কিছু,,না দেখার বিশ্বাসে।
যে এখনো ঘুমিয়ে আছে,,জাগ্রত শরীরে।


চোর বলিও তারে বন্ধু
চোর বলিও তারে।
যে নিজে না করে চুরি
চোরে সপে নিজেরে।