এই যে,, কত টাকায়
এই বিছানার কোম্পানিতে কাজ করো?
ঠিক মতো খেতে পারো,,
আকাশ দেখলে উড়তে ইচ্ছে করে?
নদী দেখলে সাঁতার কাটতে?
খোলা মাঠ দেখলে দৌড়াতে চাও?


না কি ভাবো,,
পেটের ক্ষুধাই যেখানে প্রজ্জ্বলিত
সেখানে আবার মনের ক্ষুধা!!
কেন ভাবো এই,,,
মাটিতে শুয়ে থাকা ঘাসের বুঝি
মেঘের ছোঁয়ার সাধ নেই?


ওওযে বৃষ্টি ঝরছে ওই পাড়ায়
দেখো দেখো,,জানালা খোলে
একটা যুবতি মেয়ে,,বৃষ্টিতে বৃষ্টিতে
লিখছে লাইলী মজনুর আধুনিক কাব্য।
ওই যে ওই পাড়ায়,,
বালকের দল মাঠে নেমেছে
মাঠ ভেজা জলে বল খেলার জন্য!!
কিন্তু তুমি,,তুমি ঘাস হয়ে
ভয় পাচ্ছে কিসের,,,
এই যে বৃষ্টি
এ আনন্দের,রসের, বিলাসের,,সুখের
কবিদের কবিতা লেখার রসদের।
তোমার কাছে তাই না বুঝি?
মেঘ, বৃষ্টি,জল,,,রস জাগায় না মনে?
এই ছেলে সত্য করে বলো,,
লোহা লক্করের মেশিনের সাথে কাজ করে করে
এই বারো বছরেই লোহা হয়ে গেছ বুঝি?
বুকে তোমার কোন ঘুড়ি নেই
হাতে তোমার কোন লাটাই নেই?
কেন?  সাহস করে বলো কেন?
এ দুনিয়া আজ শুনতে চায়।
আজ যে শিশু দিবস!!
বলো, বলো, ,দীর্ঘশ্বাস ফেলেই না বলো!


ওই দেখ মিছিল যাচ্ছে রাজপথ দিয়ে
ওরাও তোমার জন্য করছে মিছিল
এই সভ্যতার মানুষ, তোমার জন্য করছে মিছিল।
তোমার কথাই শুনতে চায়,,
ওই যে ঘরে ঘরে প্রজ্জ্বলিত হচ্ছে মোম
সেই মোমের আলোও তোমাকে দেখতে চায়
বলো,,,
মাটি ফাটিয়ে বীজ হতে অঙ্কুরিত স্বরে কিছু বলো,,,


না,না,না ছেলেটি কিছুই বলে নি
কিছুই বলেনি সেদিন
কিছুই বলেনি আজ,,,
কিছুই বলবে না আগামীকাল,
শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো,
রয়েছিল,রইবে এই রাস্তাটির পরে,,,।
জনগনের রাস্তা,,গ্রামের সাথে শহরের
সং্যোগের রাস্তা,,,
শহরের সাথে বিশ্বের সং্যোগের রাস্তা।
অথচ এই রাস্তার পরেই কত ঘাস
মাটির সাথে শুয়ে শুয়েই
বৃষ্টির অত্যাচারে জর্জরিত।


কে যেন সাইকেল চড়ে চলে গেছে
ভেজা মাটিতে দাড়ানো ভেজা ঘাসের উপর দিয়ে।
কই সাইকেল তো ঘাসের ব্যথা একটুও বুঝেনি,,
ওই বালকের দল ঘাসের উপরেই খেলে গেল
নামী দামী জুতা পায়ে কত কি খেলা!
কই বিলাসী পোশাকের
বিলাসী বালক গুলিওযে জানলো না
ঘাসদের বুকের জন্ম মৃত্যু ব্যথা।


না, না এই পৃথিবীতে বৃষ্টি বিলাসী মানুষ
বৃষ্টির দিনে ঘাস শিশুদের কথা জানে না
ভাবে না,ভাবে না, ভাবেই না।


কড়াই যতই গরম হয়,পুড়ে পুড়ে
ততই যে রন্ধনের আয়োজন বাড়ে
গৃহিনীর ঘরে ঘরে?
কড়াইদের কথা কেইবা ভাবে?
সে কি শিশু না কি বৃদ্ধ
যে বানালো বিছানা,,,বিছানার কারখানায় কাজ করে।
বাসর রাতে মগ্ন আত্মা,,বিছানার এমন ব্যথা
কভুই না ভাবে,,
কভুই না ভাবে।
################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৪/১১/১৮