বড় অসময়ে সময়-ময় হয়ে আছি
চারদিকে অফুরন্ত সময় এখন কান্নার
চারদিকে অফুরন্ত সময় এখন হতাশার
চারিদিকে অফুরন্ত সময় এখন নিন্দার
চারদিকে অফুরন্ত সময় এখন
ঘৃনা আর অবহেলার।
চারদিকে অফুরন্ত সময় এখন
মৃত্যুর করুনার।


এ মৃত্যু এখন জমে থাকে গুদাম খাদ্যে
এ মৃত্যু উদযাপিত হয় সভ্যতার বাদ্যে
এ মৃত্যু এখন লুকিয়ে থাকে ভেনিস ঘাসে
এ মৃত্যু এখন লুকিয়ে থাকে মক্কারও বাতাসে
তবু এ মৃত্যুর কাছেই হয় বাঁচার সাধনা
তাই মৃত্যুই করে মৃত্যুর সাথে
কভু কভু প্রতারণা।


কিন্তু কেন,,কেন এই সাধনা?
কেন এই প্রতারণা অন্তহীন।    
এই মৃত্যুর জন্য যে
ঘর হয়ে আছে আজ,,, ঘরহীন।
বিধাতার কাছেই বিধাতাহীন
মানুষের কাছেই মানুষ,,বড়ই মানুষহীন।


অভয়ারন্য হতে হতে করেছি যে পাপ
মাটির সাথে মাটির লোভে
করেছি অত্যাচার জলের সাথে
জলের লোভে,,
করেছি ব্যাভিচার আগুনের সাথে
আগুনের লোভে,,
করেছি সন্ত্রাস নিয়মের জন্য
নিয়মের সাথে,,
তাতেই করেছি তিলে তিলে জমা
অকাল মৃত্যুর কালময় সাধনা।
তাই মৃত্যু এখন মৃত্যুর নিয়ম
করে নিয়েছে
স্বৈরাচারী জমানা।।