আজ বিজয়ের গানে সুর মেলাবে সবে
আজ ক্রমবর্ধমান টুপি ফেলে দিয়ে
নত মস্তক হবে দেশ রেসকোর্স ময়দানে,,
আজ বাউলের কন্ঠে শুধু গান হবে বাউলের
আজ পত্রিকার সম্পাদক লিখবে না আরবের কলমে,,
টিভির পর্দার ভেতরে থাকবে না আর পর্দা,,
দাঁড়াবে না ইমাম মূর্তি ভাঙ্গার বয়ানে
বিদ্ধেষের বীজ রোপনে।
হবে না কোন প্রবাসী রসুন ধার্মিক
ওই সন্ত্রাসীর পবিত্রসুন্নতির তালে তাল  মিলিয়ে।
আজ কোন পিপীলিকা খাবে না ধরে হাতির মাথা,,,
আজ সাপের মুখেও থাকবে মধুতে ভরা,,,
আজ নর্তকীর নাচে কোন বাধা নেই,,
আজ স্লোগানে মিছিলে হরতালে কোন আঘাত নেই,
পেট ভরে খেতে কোন অসম্মতি নেই,,,
নেই কোন নিষেধ মাইকের আওয়াজে গগন ফাটাতে
চারুকলার ছবি আঁকাতে কোন মানা নেই,,,
আজ সুপ্রীম কোর্টের ভাস্কর্যের চলাফেরায়
কারো লাল চোখ নেই,,
আজ মালো পাড়ার পরে শকুনের কোন চোখ নেই,,,
নেই কোন বোরখা অত্যাচার নারীত্বের দাসত্বের সূত্রে,,,।
আজ ঘরের বাইরে কোন মসজিদই নেই,,
আজ পকেট ভিন্ন  ব্যাংকে অর্থের কোন স্থান নেই,,
নেই  রঙের উপর রঙ নাম লিখে দেবার চাতুরী,,,
কোথাও কোন ,,সমতল ব্যতীত পাহাড় নেই,,
নেই অহমিকার বাহাদুরি।


আজ বাংলার রক্ত এক,,,
ভক্তি এক,মুক্তি এক,শক্তি এক,,,
আজ বাংলার সুখ এক,শোক এক
এক দু:খ কষ্ট অনুভুতি
আজ বাংলার মাটি এক,নদী এক
এক ফসল ফসলী,,,
আজ ইতিহাস এক,ঘৃণা এক,,
বজ্রকন্ঠ এক,,এক পরিচয় আড়ম্বর,,,
আজ বাংলার আকাশ এক
বাতাস এক,,,, আর এক
ষোলই ডিসেম্বর।