আমার সমস্ত অবসর সময় টুকু তোমাকে
দিতে চাই,,
তোমার বাড়ির সামনে গড়াগড়ি খাক
আমার বাড়ির দুপুর বেলার কাক,,
কোন বাধা দিব না,,যদি লাঠিতে ভর করে
চলে আসেন দাদু ,,,তোমার দিদিমার কাছে।
শুকনো পানে শুকনো চুনের হিসাব লয়ে
তাদের মধ্যে চলে আরেকদফা যুদ্ধ।


আমি আমার বাড়ির বিড়াল টাকে বলে দিয়েছি,,
আর যাই হোক তোমার বাড়ির মাছকে
যেন দেয় পাহারা,,,,,
সবচেয়ে সতেজ কচি লিকলিকে ডগার
কাকরুল ফুলকে বলে দিলাম,,,
রেনু সাজাও,,একদিন নিয়েই যাব তোমাদের বাড়ি।
আমার পড়ার টেবিল,জল পানের পেয়ালা
শার্টের বোতাম আর ছাদ ফুটো চাঁদ কে
প্রায় অভ্যস্ত করে ফেলেছি,,,
তোমার নাম শুনিয়ে শুনিয়ে,,,
ওরা প্রায়ই থাকে চঞ্চল,,ওরা প্রায়ই হয় পাগল
কিন্তু ওই যে তোমার নাম ,,তোমার কল্পনায়
অবসর সময় টুকুতেই হয়ে উঠে ধন্য।
এক অভিনব ধন্য।


তাই বলছি জীবনটাই দিয়ে দিব এবার
অবসরের কাছে,,,
সে হাসিতে রাখুক ধরনী,
হউক না সে মিছে অবসর
হউক না সে মিছে স্বর্ণ খনী।