একটা ভাই ফোঁটার গল্প,,ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে,,
তুর্কির  রমনী নিজের বোরকা আকাশ অতিক্রম করে,,
সুন্দর পথের সুন্দর মাটি পায়ে লাগিয়ে
চলে আসুক ফ্রান্সের দুয়ারে,,,।
একটা ভাই ফোটার গল্প লিখুক ফ্রান্স
নিজের কপালটাকে আরো বাড়িয়ে দিয়ে,,,।
দরজা খোলে ঘরের ভেতর হতে ঘরটাকে বাইর করে
দাঁড় করিয়ে দিক,,,তাদের সামনে।
যারা বন্ধনের সাথে বন্ধন কেবল নয়
বন্ধন হীনতার সাথেও বন্ধনের জোয়ার
নিয়ে আসতে চায় মনে।
একটা ভাই ফোটার গল্প লিখুক আরবের বালু,,
অন্তত রোহিঙ্গাদের কপালে
ভাই ফোটা দিয়ে,, মানব হাতে।
প্রেমের রস অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজে বের করুক
ভিন্ন মতে,ভিন্ন বিশ্বাসে,ভিন্ন দর্শনে গনতন্তের মত,,
গলাগলি নাইবা করুক,,অন্তত মানুষ হিসাবে
স্বীকৃতি দিক আপনাকে।
অন্তত সভ্যতার সমর সময়ে,,
ঘরের হাড়িতে রান্না করুক ভালবাসা, প্রেম
কেবল নিজের গোত্রের জন্য নয়
প্রেম অপরের জন্য,,অপরের কল্যানের তরে।
তারা শিখুক,  কেবল আমার আমার বলে ব্যবধান,বিভাজনের বিষ নিয়ে আসে না মুক্তি
নিয়ে আসে না স্বর্গীয় বন্ধন এই জনলোকালয়ে,,
বিভাজনের অভ্যাস,,বিভাজনের জ্ঞান
কেবল আলাদা শব্দই দিতে জানে,,
দিতে জানে আলাদা এক সর্প দুনিয়া নিজেরই অন্তরে,,
এক আকাশের নিচে থেকে,,,তারা জানুক
ছায়ার হয় না বিভাজন,,এক বিভাজনের শব্দ বিশ্বাসে।


ভাইফোটার গল্পটা তাদেরও  শুনিয়ে দিক
ভারতবর্ষের কোন নারী,,
জানিয়ে দিক অন্ধত্বের চোখে আলোর দরকার,,
উপলব্দির বন্ধনে,,
রাশিয়ার কুলবালা আমেরিকার মাটিতে ছড়িয়ে দিক
চন্দনের ঢালি,,
আজ না হোক কাল,,সেখানেই জন্ম নিবে
এক ফুলের উদ্যান,,প্রেমের সুবাসে।
এভাবেই,, কেবল এভাবেই
ভাই ফোটার গল্পটা মিশে যাক
বাতাস হতে বাতাসে
দেশ হতে দেশে।।