সন্ধ্যা হলেই ঘুম থেকে উঠে জগদীশ
চারদিকে যখন আলোর দল নেয় বিদায়,,,,
যে বিদায়ে,,,
সামান্য জোনাকের দিকেও তাকিয়ে থাকে পথ,,,
দূর গায়ের দূর দূর নিভু নিভু বাতি দেখে
কোন যুবক খোঁজে যুবতীর ঘ্রাণ!
যখন নিশ্চিন্তে ঘাসের ডগায় বসে পরে শিশির,,,
মায়ের কোলে নিরাপদ সুখে ঘুমায় সকল শিশু
ঠিক তখন জাগে,,, রাতের বুকে জাগে
পাহারাদার  জগদীশ,,,,


হয়ত  তখন বাঁশ বাগানের মাথার উপর,,
উঁকি দেওয়া চাঁদটাও ঢেকে নিয়েছে মেঘ,,,
শিয়ালের দল,,পেঁচার দল বের হয়ে গেছে আহারে,,,
নিরাপদ বার্তা পেয়ে গেছে নিশাচর অন্তরে অন্তরে?
ঠিক সে সময়ই চোখ খোলে জগদীশ
জেগে থাকার জন্য কেবল নয়
জাগিয়ে রাখার মন্ত্রের পেতে সকল হদিস,,,
পাহারা যে রাখতে হবে,,,রাতের সকল বিষ"


কিন্তু রাতের আঁধার সুখে
যে কলি  ধীরে ধীরে হয় ফুল,,,দিবসের তরে,,,
তার কাছে কে শুনবে,,,রাতের মধুর কথা,,
নিশি আদরে শান্ত দীঘির জলে
কে শুনবে শান্তির কথা,,,
ওই যে বীজের ভেতর হতে অঙ্কুর গজাচ্ছে রাতে,,,
তার কাছেও কে শুনবে রাতের মমত্ত্ব কথা,,,।
কে শুনবে  জগদীশ,,,,,
কে পড়বে জগদীশ,,,
রাতের সকল অভিসার সূত্র পাতা?


আজ অন্ধকারে শিকারী চক্ষুর চেয়ে,,,,
দিবসের শিকারী চক্ষু যে বেশি,,,
কে বলবে তা রাতের শিকারীকে?
কে বলবে জগদীশ,,,,
দিবসে দিয়ে পাহারা পদে পদে জনপদে।
কত রাতের জন্ম হয়  কত দিবসের মানসে!
কত কালির হয় লালন প্রদীপের শিখাতে!
রাত সরে গেলেই যে
আলো আসে না জগদীশ
দিবস নামের দিবসে!
অনেক কান্না যে এখনও চাষ হয় হেসে হেসে
দিনের আলোতে কে জাগবে জগদীশ,,,
কে জাগবে,,,, পাহারাদার সাহসে?