হ্যা আমি তোমার সাথেই বাঁচব,,
হ্যা আমি তোমার পাশে থেকেই বাঁচব,,
তুমি বার বার চেপে ধরতে চাইবে আমার গলা
বার বার বন্ধ করে দিতে চাইবে
আমার বক্ষ পথ,,,
তুমি নষ্ট করে দিতে চাইবে আমার ফুসফুস
তুমি স্থবির করে দিতে চাইবে আমার মস্তিস্ক
তবু আমি তোমার কাছে থেকেই
প্রদীপ্ত সূর্যের মত বাঁচব,,,।
সূর্যকে কেন? ওই যে যার আলোর
চারপাশে কেবল আঁধার আর আঁধার।
আমি তেমন করেই বাঁচব,,,
আমি আমার ঘরের নতুন বীজে
জল দিতে দিতে বাঁচব,,,
উঠানে রেখে দেওয়া আলপনায় মশারি টাঙ্গিয়ে টাঙ্গিয়ে বাঁচব,,,
আমি পথকে বাঁচতে বলব,,কচ্ছপের দেহের মত।
লোকালয়কে বাঁচতে বলব শামুকের খোলসের মত।
বিপদের এমন ভাইরাসী সম্মুখে,,,।


আমি বাঁচব,, বিশ্বাস করো,,আমি বাঁচব
শহরকে গ্রামকে রোজ রোজ ধুয়ে ধুয়ে
তুলসী জলে বাঁচব,,
লোহা,লক্কর,,কলকারখানা যা আছে
সব সব,, গঙ্গাজলে স্নান করিয়ে করিয়ে
শুদ্ধতায় বাঁচব।
নিজের দেহ সাগর খানি,,আকাশের নিচে
আকাশের জল দিয়ে পবিত্র করে
শান্তি জলের মত বাঁচব।
হ্যা কথা দিলাম,,আমি তোমার সাথেই
মরণ খেলায়,,,মরণ বুকে বাঁচব,,
শ্মশানের উপর ঘাসের চাষ করে বাঁচব
আগুনের মাঝে জলের বসত করিয়ে বাঁচব
আমি দাবানলের মাঝে ঘর বেধে বাঁচব,
বাঁচব ধোয়ার মাঝে মুখে কাপড় বেধে
বাঁচব বালির দিনে চোখের চশমায়
সুন্দর পৃথিবী বন্দি করে করে,,
বরফের দিনে গায়ের উপর পশু চর্মের
আভরণে আভরণে,,,।
ওহে মৃত্যু প্রেমী যমরাজ,,,
যে ঘুরে বেড়াচ্ছ চারপাশে আপন গুনে।
আমি তোমাকে আমার তূণে
রোজ রোজ জীবন বন্দি করেই বাঁচব,,
কথা দিলাম,,,গরলকে অমৃত বানিয়েই বাঁচব।


##############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৩/০৬/২০