মেয়েটা আজ জল পেয়েছে হাতে,,,,
কত ঘাট,কত কলসী দেখা হল,,,
জল কোথাও ছিল না সন্নিকটে,,,।
কে যেন বার বার তাকে করছিল পিপাসার্ত,,,
জন্ম যার মানব রূপে,,,তার যেন এ সত্যায়ন করার পালা,,,
জল ছাড়া কতদিন বাঁচ,,,?
পুইশাকের পাতা মরেছে,,,
কচুরীফেনার শেকড় মরেছে,,
মেঘের পরে যে চাতক থাকে দিবানিশি সেও মরেছে,,
মরেনি কেবল মেয়েটি,,,।
কি এক স্বপ্ন তাকে বাঁচিয়ে রেখেছিল,
কি এক আশা প্রাণে ঢেলেছিল প্রাণ,,,
অত:পর,, আজ জল এল দুয়ারে,,
জলোচ্ছ্বাস হয়ে নয়,,
সুপেয় নারিকেলের তরল হয়ে।