আমার ঘুম আসে না,
আমার কেবলই রক্তের নদীতে ভেসে চলা;
হাটি হাটি পা পা করে এতটা পথ এসেও জননী
বারে বারে হোঁচট খায়, পথ হাতড়ায়,
তবুও আমরা ষোল কোটি মুখ উচ্ছাসে ভাসি;
একটি নতুন সূর্যোদয়ের আশায় বুক বাঁধি।
বাঙালির জীবনে প্রতি বছর বিজয় আসে
নতুন দিনের আশায় পুরনো একটি সূর্যকে বিদায় জানায়।
তবুও কি বিজয় এসেছে?
এক সাগর রক্তে পাওয়া দেশটা নতুন রক্ত গঙ্গায় ভেসে যাচ্ছে।
আমি কি বিজয় দেখেছি?
আমি আজও স্বপ্ন দেখি-
আমার মায়ের ঘর ভরে উঠুক গোলা ভরা ধানে
আমার মায়ের পুকুর ভরে যাক নতুন মাছের আগমনে।
একটি পতপত উড়ে চলা পতাকা নিয়ে দৌড়াতে চাওয়া কি আমার সন্তানের অধিকার নয়!
এই তো আমার বিজয়।
দু' মুঠো ডাল ভাত খেতে চাই,
আঁজলা ভরে পানি মুখে দিতে চাই,
উদোম গায়ে চিৎকার করে দৌড়াতে চাই,
গলা ফাটিয়ে বলতে চাই, এই তো আমার বিজয়-
আমি যে বিজয়ের স্বপ্ন দেখি।


আমি সে বিজয়ের স্বপ্ন দেখি
যে বিজয় আমার মাকে মা বলতে দ্বিধা দেয় না
আমি সে বিজয়ের স্বপ্ন দেখি
যে বিজয় আমায় বুঝতে শেখায় আমি ইচ্ছেমত ঘুরার স্বাধীনতা লাভ করেছি।
আমি সে বিজয়ের স্বপ্ন দেখি
যে বিজয় আমার বুকভরা নিঃশ্বাসের স্বাধীনতা দেয়।
আমি সে বিজয়ের স্বপ্ন দেখি
যে বিজয় আমায় বলতে শেখায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।


রুবু মুন্নাফ
১৬-১২-২০১৭
দক্ষিণ রায়পুর, লক্ষ্মীপুর।