চারপাশে কিছু কী হচ্ছে! ইদানিং চোখে ঠাওর কম হয়
রাস্তায় কুকুর বড্ড ঘেউ ঘেউ করে হাড্ডির লোভে
অবাক চোখে দেখি শকুনের ঢল নেমেছে- এই বাংলায়।
কেমন ভীতির জনপদ গড়ে উঠেছে বিস্তৃত সবুজে
মস্তকহীন দেহ ভেসে উঠে বুড়িগঙ্গার কিনারে
বদ্ধ বিবেক ঘুরে বেড়ায় আড়ালে আবডালে বেবুঝে।


আমি তো উটপাখি, চারপাশের ঘটনা বেমালুম ভুল হয়
দেশ কোথায় যাচ্ছে, কে মানচিত্রের ভাগ চাচ্ছে কতটুকু
তা জেনে আমার কি হবে? কতটা হিস্যা বেনিয়া চায়
আমি তো নিশ্চিন্ত মুখ লুকিয়ে; গোছাই আখেরটুকু।


পাগলীরও নিস্তার নেই, তার দেহ বহু মূল্যবান
লোভে চকচক করে নরম মাংসের স্বাদ নেবার আশায়
চলন্ত গাড়ি আজ বিভীষিকার এক নাম-
নারীর বড় সাধনার জিনিস, সে ও অরক্ষিত দূর্যোধন।


লুটেপুটে খাই চলো পতাকার প্রতিটি সূতা আর রং
কি হবে ভেবে দেশটাকে নিয়ে ব্যাংক আজ উষ্ণ প্রসবণ
যাই হোক, কি আসে যায়, উটপাখির দেখার নাই দায়
হেসেখেলে লুটে নিক, ঢেলে দিক মেহনতির রক্তে নুন।


রুবু মুন্নাফ
২৩-০৭-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।