আমি লজ্জিত আমার সন্তানেরা
আমি ক্ষয়িষ্ণু বাংলাদেশ- এটাই আমার প্রতিচ্ছবি
আমায় ক্ষমা করো, আমি নত মস্তকে দাঁড়িয়ে
আমি তোমাদের আগলে রাখার বোধটুকু হারিয়েছি।
আমার বুকে তোমরা নিয়তই চাপা পড়ছো
তিলে তিলে গড়ে তুলে আমিই ভাঙ্গছি অবিরত
-হায়! সন্তান আমার, ভাঙ্গছে আমার তাসের ঘর।


আমায় মাফ করো, প্রাণের সন্তানেরা
আমি তোমাদের নিরাপদ আবাস হতে পারি নি
বারে বারে রক্তে রঞ্জিত করেছি আমার পথঘাট
আমার নদীনালায় তোমাদের কোরবান দিয়েছি
তোমাদের ঠুটি চেপে ধরেছি
আমারই অবাধ্য সন্তান দিয়ে ঘায়েল করেছি।


আমি অনুতপ্ত, প্রিয় সন্তানেরা
আমারই গুটিকয় সন্তান দাপিয়ে বেড়াচ্ছে বাংলা মূলুক
বাপের সম্পত্তি লুটেপুটে খাচ্ছে কতিপয় সন্তান আমার
মুষ্টিমেয়'র হাতে বন্ধী গোটা জাতি আমার, হায়! সন্তান।
আমি আর সহ্য করতে পারছি না
আমার বুক ফেটে যাচ্ছে ওরে সন্তান আমার,
আমারই সামনে তিলে তিলে নিঃশেষ হচ্ছে আপনজন।
পাপের ভারে আমি ক্লান্ত, নষ্ট জন্মের পাপ
কুমারী মায়ের আড়ষ্টতা আমায় ভর করেছে;
এ লজ্জা আমি কি দিয়ে ঢাকি, এতো আজন্ম অপরাধ,
এ আমারই সন্তান, আমার পূর্ব জন্মের ফসলের আবাদ
হায়! সন্তান আমার
আমি বাংলা মা, আমি বাংলাদেশ এ আমারই অপরাধ।


রুবু মুন্নাফ
৩১-০৭-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।