আমি কেন বালিকার মন খারাপের কারন হব
তার আধো আধো কথার জোছনায় বাধ সাধব
কতটা ক্ষমাহীন দৃষ্টিতে মনকে ছুঁয়ে ছুঁয়ে যাব
কি প্রাণোচ্ছল শব্দধারা; আমি কেন থামিয়ে দেব।


আকাশের সীমানা কতটা সীমাহীন বালিকা বুঝি জানে,
হেসেখেলে কেটে যায় সারাবেলা
অবিরাম ভাবনার খেলায় ভেসে চলা
বোঝে কী সে, কি এই ভালোবাসার মানে।


খুশির সীমা আকাশ ছুঁতে চায়
হৃদ স্পন্দন বেড়ে চলে,
প্রগলভতা ফিরে ফিরে আসে
এরই নাম বুঝি ভালোবাসা বলে।


লহুর রং এত লাল কেন, ভাবনায় ব্যাঘাত ঘটায়
মন এত অস্থির কেন হাত কেটে মনকে শাসায়।
চার দেয়াল বরং বন্ধীত্বের মাঝেও সুন্দর আবাস
নিজেকে গুটিয়ে নিজের মাঝে একান্ত বসবাস।


বালিকা বুঝি দিনে দিনে নারীত্বে প্রবেশ করে
এক লহমায় নিজের মাঝে অন্যকে দেখে
কি অপরিসীম অপরিচিত নিজেকে রাখে দূরে
এই বুঝি নারীত্বের চক্র বালিকাও বুঝতে শিখে।


রুবু মুন্নাফ
২৬-০১-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।