মধ্য রাতের আকাশে হঠাৎ আর্বিভূত দিব্যলোক
ঘুমভাঙা শহর চমকে উঠে কার আগমনে;
কে যেন ঘুমভাঙানি গান গাইছে অবিরত- জেগে উঠো,
কি মানে এই নশ্বরতায়! কি ভাবো বসে আনমনে।
কি এক আজব খেলাঘর মনের ভেতর বসত করে
বেঁচে থাকাটা জীবন নাকি জীবিতকালে ও মরে
গুমরেছি হয়ে জাতিস্মর প্রতিবারেই নিজেকে খুঁজে
কি শহুরে কি দেহাতি খুঁজে পায় নিজেকে কে যে।


আজও ঘুম ভেঙ্গে যায় নিজেকে খোঁজার ক্লান্তিতে
এক জীবন বুঝি দোয়েলে কোয়েলে বসতি হবে শান্তিতে
কি ঘুম, কি জাগরণ; কে আমি, আমি কার বসতিতে?
দিব্যলোকের কন্ঠ শুনে চমকে উঠি ভুল ভেঙে
ক্ষমা করো পরোয়ারদেগার নাদান আজি ভিক্ মাঙ্গে
এ প্রাণ পাখি তো মেহমান হায়, এ মাহফিলের প্রারম্ভে।


রুবু মুন্নাফ
১৬-০৫-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।