কেমন যান্ত্রিকতায় আটকে গেছে ভালোবাসার পংক্তিমালা,
রাত্রি জাগা বাদ থাকে না, অনিদ্রায় রাত ভোর হয়
মোবাইল ফোনের একূল ওকূল ভালোবাসা বন্ধী সুজন
প্রাণ কী থাকে কথার মাঝে বিনি সুতোয় গাঁথা মালা।
রাতের বুকে স্বপ্ন থাকে আঁকা বুঝি গহীন কোণে
প্রিয়জনের গন্ধমাখা ভালোবাসা বিজন বনে
খুলে দেয়া মনের আগল চিঠি লিখে প্রিয়তমেষু
গোলাপ থাকে কথার ভাজে ফিরে এসো বন্ধুবরেষু।
দূরের দেশে রাত্রি জাগে প্রিয়তমার আসবে চিঠি
বুকের মাঝে জড়িয়ে রেখে গন্ধ শুঁকে লেখার বাঁকে
মোবাইল ফোনের উস্কানিতে অপেক্ষা আজ যাদুঘরে,
চমকে দেয়া হঠাৎ করে আসবো না এই শুক্রবারে।


রুবু মুন্নাফ
০৬-০৩-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।