বুকের ভেতরে একটা দুঃখ পাশ ফিরে ঘুমিয়ে আছে
কোথাও হয়তো দংশনে তিলে তিলে শেষ হচ্ছে
এ ঘুম বড্ড ভারী, অনিবার্যতা ছাড়া ভাঙ্গবে না
কেমন নিরানন্দ দিনগুলো কেউ হয়তো বুঝবে না।


দুঃখদের ও দুঃখ আছে, কারো কাছে তা না বলার
নির্জীবতায় ধীরে ধীরে তলিয়ে গিয়ে খঁড়কুটো খোঁজার
এই কী জীবন! জ্বলে পুড়ে ছারখার হবার
কিংবা সোনা পুড়িয়ে ধীরে ধীরে খাঁটি করার।


মাঝে মাঝে মনে হয় বুকের বামদিকে চিনচিনে ব্যথা
হয়তো খুব যতনে লালিত গোপন কোন দুঃখগাঁথা
গায়ের উপরে লেপ্টে থাকা যে প্রিয়তমা বসত করে
সেও হয়তো জানতে পারবে না কে হাহাকার করে মরে।


এতো আনন্দের মাঝে হঠাৎ করে চোরা আঘাত করে
শূন্যতা ভর করে সব পেয়েও কিছু না পাওয়ার চাদরে
রাত যেমনি আসে আততায়ীর মত ধীর পায়ে
তেমনি দুঃখরাও চরে বেড়ায় বুকের গহীনে পায়ে পায়ে।


তবুও আমরা সুখের সাগরে ভাসতে চাই
জীবনের খেরোখাতায় হয়তো সব পাই বা না পাই
কিংবা আমাদের যৌথ পথচলায় দুঃখকে পাশ কাটাই
প্রিয়তমার একটুকরো হাসিতে জীবনের পূর্ণতা পাই।


রুবু মুন্নাফ
১১-০১-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।