একলব্য


বেলা বাড়ে না, কেবলই কমে কমে আসে
বিস্তৃত প্রান্তরে হেঁটে চলায় ক্লান্তি নামে- আমার শরীরে,
বয়েসী বটের মতই মুখ থুবড়ে পড়ে আমাদের সকাশে
এই তো বেঁচে থাকার সাজানো ইতিবৃত্ত থরে বিথরে।


জীবনের বাঁকে সন্ধ্যা নামে, হয়তো কিছুই করা হয় না
একলব্য তো ক্ষত্রিয় হতে পারে না দ্রোণাচার্য তা জানে,
তবুও কী আমরা হাল ছাড়ি, একনিষ্ঠ হই ধনুজ্ঞানে
তিলে তিলে গড়ে বঞ্চনা বাড়ে, এই কী জীবনের মানে।


রাতের আকাশে কখনো কখনো ডানা ঝাপটায় পাখি
তার বুকে কতটা ব্যথা লুকানো তার খবর কী রাখি,
হুতোম প্যাঁচা ডাক দিয়ে যায়, যাবার সময় এবার হলো
ভোরের আলো শুভ্রতা ছড়ায় জীবনের আর কতটা বাকি।


রুবু মুন্নাফ
৩০-০৫-২০২১
বনশ্রী, ঢাকা।