উড়ে যায়, ছুটে যায়, পতঙ্গের একি টান
শান্তি অনাবিল, চিন্তা অস্থির, মন করে আনচান।
মুহূর্মুহু করতল, ছুটে যায় অবতল, কাছে টানে আবেশে
মনে বাড়ে ভাংচুর, সুখ পাখি কতদূর, চুপচাপ বিবশে।
ডালে ডালে উড়ে চলে ঘাসফড়িংয়ের সংসার
সবুজে বাঁধে ঘর ভালোবাসায় একাকার।
একি লাজ, আধো সাজ, নিরিবিলি জীবনের অধ্যায়
কতকাল এভাবে কাটাবে অবাক ভালোবাসায়।
ছুটে চলে নিয়ত অনিমেষ মিলনের তাড়নায়
থরো থরো কম্পনে এগিয়ে যায় ভালোবাসার বাসনায়।
সীমাহীন আবেগে ঘাসফড়িং উড়তে ভুলে যায়
জড়িয়ে প্রিয়কে গড়ে ভালোবাসার নতুন এক অধ্যায়।
হায় কাল, মহাকাল, পেরিয়ে এতদূর জীবনের
বয়ে যায়, সয়ে যায়, দুটি প্রাণে সুখের ব্যথা মিলনের।


রুবু মুন্নাফ
২৮-১০-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।