সুন্দরীতমা আমার কোন সুদূরে তাকিয়ে খোঁজো নক্ষত্র
মৃতদের ভীড়ে তুমি কোথায় পাবে জীবনের গান
জানো কী তুমি, নক্ষত্রেরও পতন হয়;
মৃত নক্ষত্র হারিয়ে যায় আকাশগঙ্গার কোন সীমানায়।
তারাদের জীবনেও খোলস পাল্টানোর দিন আসে
কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের প্রভাবে তারাও ভোল পাল্টায়
হারিয়ে যাওয়া নক্ষত্রের মতই আমাদের জীবন;
কোন সুদূরে খুঁজি তবুও কয়জনা পাওয়া যায় আপন।


সুন্দরীতমা আমার তারচেয়ে কী এই ভালো না
কোন সুদূরে কেন খুঁজি অকারন,
বুকের বামপাশে এসো না, হোক তবে ভালোবাসার অনুরনণ।
আসুক যত জীবনে কৃষ্ণপক্ষের অমানিশার ঘোর
দুজন মিলে শুক্লপক্ষে সাজাই জীবন,
হাত বাড়িয়ে পাওয়ার নামই তো জীবন।


রুবু মুন্নাফ
১৭-১০-২০১৮
এম ভি ময়ূর, মেঘনা নদী।