প্রদোষের কালে দাঁড়িয়ে সূর্য দিগন্তে মিলায়
নতুন কাল প্রসবের আনন্দে পুরনোকে ভুলতে চায়;
হায় তপন, করছে স্মরণ, ইতিহাসের কাল
মেঘমালায় ঘুমায়, বুঝি বেদনা মুছতে চায়।
এসো প্রভাতে মিলি, করি নতুনে অবগাহন
রাতের সুধাংশু, গাঁথি অংশু, হোক না নব জাগরণ।
ওয়াক্ত মিলায় বুঝিবা ওয়াক্তের কিনারায়
নিয়ে আসে নতুন কালের নতুন ঠিকানায়।
কত জরাজীর্ণ পেরিয়ে এসে নতুনের স্বপ্ন উঁকি দেয়
কালের বার্ধক্য বাড়ায় বুঝি শূন্যে মিলায়।
জমে থাকা দুখ, উন্মনা সুখ, খোলা বাতায়ন
নতুন ভোরে উঁকি দেয় সূর্য, এসো আবাহন।
আবীর ছড়াও মেজেনিনে তোমার রঙিন পশ্চিমাকাশ
রাগিনীর সুরে ফণা তোল দেখ রাতের নিম্বাস।
আলুথালু চোখে দৃষ্টিভ্রম কাল কেন পুরাতে চায়
নতুন ওভেশন, পুরনো কাল হারায় মদিরায়।
উঠুক সূর্য, আসুক কাল, এসো পায়ে পায়ে
স্বাগত হে নতুন বেহুলা,
কিবা আসে যায় যতই লেগে থাকুক তোমার গায়ে
মুছে দিব তোমার যত মেকুলা।


রুবু মুন্নাফ
৩১-১২-২০১৭
দক্ষিণ বনশ্রী, ঢাকা।