মাঝে মাঝে মন চায় ভিজতে, করুণার বৃষ্টিতে
কি ভীষণ একরোখা জেদে
তোমার থমকে থাকা আকাশ
কিছুতেই অবারিত বৃষ্টির ফোয়ারা ছোটাতে চাও না
কেবলই উপেক্ষার মেঘ উঠাও তোমার হেয়ালিতে।
এক ঝলক বিদুৎ চমকায় কদাচিৎ তোমার আকাশে
তা তো কেবলই জ্বলে পুড়ে ছারখার করার মানসে।
মরুর বুকে কেউ কী দেখেছে অবারিত জলের উৎস
অথচ টন টন কিউসেক পানি বুকের গভীরে লুকানো,
এ এমনি এক জলের করুণাধারা,মরীচিকা বলে ভ্রম হয়
হায় যাযাবর! জানো কী কতটা জল খনিতে জমানো।
আমি বরং বৃষ্টিতে ভিজি, সুখের আলতায় রঙিন,
তোমার উপেক্ষার জবাবে করুণা কাম্য হতে পারে না
জানো না কেমন দামামা বাজে নিজের বুকের গহীনে
নীজের বিষে নীল হয়ে যায়, বেদনা হোক তবে লীন।


রুবু মুন্নাফ
১০-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।