একটানা ঘ্যান ঘ্যানে সুরে কাঁদে মেঘনা
বাতাসের তীব্রতায় সে কান্নার রোল অল্পই বাজে,
মেঘনা মিশে যেতে চায় তার আপন ঠিকানায়
ওই দূরে যে দিগন্ত দেখা যায় বাঁকা চাঁদ উঠেছে
সেখানে সাগর তাকে ডাকে আয় জলের মাঝে।
মেঘনার বুকেও ঝড় উঠতে চায় তার প্রিয়তম'র জন্য
বুকের ভেতরে কেমন হাহাকার করে উঠে
এই বুঝি ডেকে উঠবে প্রিয়তমা বলে
তার হাহাকার বাতাসে মিলায়,
কান্না আছাড় খায় তার আপন কূলের কিনারায়।
তবুও মেঘনা ঠাঁই দিয়েছে কুবেরের উত্তরসূরিদের
তার বুক ছিঁড়ে রুটি রুজি দিয়ে যায়।
প্রতিদিনই স্বপ্ন বুনে যায়, সাগরে মিশে যেতে চায়
হায়! তার বাসনা বাতাসে মিলায়।
এতো লোলুপতায় দিনে দিনে তার নাব্যতা হারায়
তবুও আশা মরে নি, হয়তো সাগর ডাকবে তাকে
ভরিয়ে দিবে ভালোবাসায়।


রুবু মুন্নাফ
০৯-১১-২০১৮
এম ভি ইমাম হাসান, মেঘনা নদী।