সেদিনের সেই লাজুক মেয়েটি
আজ মুখরা রমণী হয়েছে,
তার মুখে কথার খৈ ফুটেছে
সে ও আজ আধো বাধো মুখে ভালোবাসার কথা বলে
তার লাজুক চাহনিতে অপার মুগ্ধতা ভর করেছে।
সেই ঘুম কাতুরে মেয়েটি রাতের প্রতীক্ষা করে
জেগে থাকা তার কাছে স্বপ্নের দুয়ার খুলে বসে
এ এক অপার বিস্ময় মেয়েটিও প্রিয়তম'র হাতটি ধরে।
তার নাকি ভালো লাগে গায়ের গন্ধটুকু নিতে,
খুঁনসুটি করে কাটিয়ে দেয়া যেন প্রবেশ করে
এক আরাধ্য ভালোবাসার অলিগলিতে।
মেয়েটিও এখন স্বপ্ন দেখতে জানে,
প্রিয়তম তার হাতটি ধরে হেঁটে বেড়ায়
কোন এক অচিন দেশে, ভালোবাসাটা অমূল্য যেখানে।
দিনান্তে হয়তো কোন অজুহাতে মেয়েটি কথা বলতে চায়
হয়তো সে প্রিয়তম'র একটি শব্দও শুনে খুশিতে আটখানা হয়
কিংবা ভালোবাসাটা আরো অটুট বাঁধনে বাঁধতে চায়।
মেয়েটি যে সারাদিন খেঁটেখুটে ক্লান্ত থাকে
কোন কারন নেই তবুও কথা বলে রাতটি কাটায়,
হায়! এ এক পবিত্র বাঁধন, কখনো হাসায়, কখনো কাঁদায়।
এই যে এত ভাবনারা ভিড় করে, মনের মণিকোঠায়
প্রিয়তম আসবে, তাকে ভালোবাসবে, দিবে আর্দ্র স্পর্শ
মেয়েটি কী বুঝে গেছে, নারীত্ব কড়া নেড়েছে দরজায়।


রুবু মুন্নাফ
০৬-১০-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।