তোমার ও কী মন কেমন কেমন করে
অবাক চোখে দৃষ্টি মেলে দেখো কোন সুদূরে
আমার ও মাঝে মাঝে মন কেমন করে
অদেখা কি দেখার আশায় তৃষিত হৃদে অশ্রু ঝরে।
বারান্দাতে আকাশটাকে ডেকে নিয়ে কাছে
আকুল হয়ে জানতে চায় বন্ধু আমার কেমন আছে
আমার মত তার ও কী মন আনচান করে
নয়ন তারে দেখতে চায় যে ভীষণ আপন করে।
মাতাল রাতে চাঁদের সাথে চায় যে অনিমেষে
শুকতারাটির বাড়ির কাছে জোছনা ঝরে অনায়াসে
বৃষ্টির জলে কান্না ঝরে, মেঘের বুকে জমে ঝড়
আসুক সখা, বাঁধুক মোরে, ভালোবাসার বাহুডোর।
বাতাস তুমি জানো নাকি বন্ধু থাকে কতদূরে
আমার কথা পৌঁছিয়ে দিও ইথারের ওই তারে।


রুবু মুন্নাফ
০২-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।