মাঝে মাঝে মন খারাপের সকাল আসে এই শহরে
হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায় ধল প্রহরে।
একটা কি দুখ খামচে ধরে বুকের ঘরের গহীন কোণে
একলা বসে মনের ঘরে স্মৃতি হাতড়ায় আপন মনে।
কার প্রিয় মুখ ভেসে উঠে উদ্ভাসিত অংশুমানে
তার স্পর্শের পরশ যেন হাত বুলিয়ে যায় ক্ষণে ক্ষণে।
হাত বাড়ালেও শূন্য হাতে চোখ জড়ানো ঘুমের আবেশ
ফেলে আসা মধুর স্মৃতির ঝাঁপি খোলা বিশাল আকাশ।
ঘুম ভেঙ্গে যায়, রাত্রি পালায়, মন পড়ে রয় একলা মনে
কার জন্য মন কাঁদে হায় খোঁজে কাকে মন পবনে।


রুবু মুন্নাফ
০৫-১১-২০১৮
গুলশান-০২, ঢাকা।