এই বোশেখেও পত্রলেখা ডুকরে কাঁদে
আসি আসি করেও প্রিয়তম আসলো না যে,
ভর দুপুরেও তেষ্টা তার ওষ্ঠাগত; গুমরে মরে
এক পুকুরে কতটুকই বা জল ধরে।
গহীন মনে লুকিয়ে থাকে কিসের আশা
আসবে বুঝি চুপি চুপি হারিয়ে যাওয়া ভালোবাসা
ঘাতক সময় উড়াল মারে ছোরা হাতে
অপেক্ষা তার অনন্তকাল কার কি তাতে।
আসুক নিয়ে সুখের বাতাস দখিন হাওয়া
অষ্টপ্রহর কিসের আশায় ভাবের ঘোরে হারিয়ে যাওয়া
এই বুঝি ফিঙে পাখি চমকে উঠে কার আগমনে
শিস বাজিয়ে গান গেয়ে যায় আপন মনে।
মন মানে না পত্রলেখার দোষ কি তাতে
কাটায় সময় প্রিয়তম'র অপেক্ষাতে
ঝড়-বাদলে চোখের কোনে কিসের রেখা
বৃষ্টি বুঝি মুক্তি দিলো কান্নার রুমাল অশ্রুমাখা।
ঘুমায় দেখ পত্রলেখার মাঝে এক আহত পাখি
পরাণ কারে খুঁজে ফেরে পরাণে তারে বেঁধে রাখি
চোখ খোলে না অবুঝ মনে রক্তক্ষরণ
বেঁচে থেকেও পত্রলেখার অবাক মরণ।


রুবু মুন্নাফ
২০-০৪-২০১৯
এম.ভি. সোনারতরী, মেঘনা নদী।