কবি রবে নিরবে তার বানানো বাগানে
সেখানে হিজলের তলে তমাল তরু হাসে আহ্লাদে আটখানে
গোলাপের সংসারে বুঝি হানা দিতে চায় ভ্রমরের পাল
অথচ বাহিরের পৃথিবীতে অনিষ্ট ঘটায় মহাকাল।
বাগানে বসে রক্তজবায় মধুপের সে কি শিৎকার;
স্তম্ভিত বোন রেনুর কপালে ও জবার রঙে লাল
জানে না সে কি দোষ তার, জনতাও বেবুঝে উত্তাল
তবুও কবি বাগানেই আছে, সে জানবে কিভাবে দোষটা কার।
নিবের তলে ঘুণপোকা’র জমেছে ভালোই সংসার
ভানের জলে ভেসে ভেসে চলে মানুষের হাহাকার
দেশটা আজ যাচ্ছে কোথায়, কি তার ভবিষ্যৎ
তবুও কবি ঘুমায় বাগানে, কলমে লাগেনি তাকত্ ।
চাকার তলে পিষ্ট মানবতা, লাঞ্ছিত মাতৃকা রোজ
কবি তবু বাগানে বুনেছে নিজের নতুন বীজ
চোখের উপর পর্দা টানানো দেখেনি কবি কিছু আর
বাগানে তার আজও ফুটেছে গোলাপের সমাহার।


রুবু মুন্নাফ
২৬-০৭-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।