অমোঘ পথে পর্দাপণ


ধীরে ধীরে এক নিশ্চিত যাত্রায় পথ চলেছি
এ অমোঘ, একে এড়ানো যায় না
সবার পথচলা এক সাথে হয় না
তবু গন্তব্যের হেরফের নেই, সবাই সত্যটা জেনেছি।
দেখেছি কত লক্ষ কোটি বৃষ্টির কণা ঝরে পড়ে
কিন্তু কি আশ্চর্য! কেউ কারো সাথে ঠোকর খায় না
তারা দুঃখগুলো আলাদা আলাদা সয়
মাটিতে এসে মিলেমিশে যদিও একাকার হয়ে যায়।
কত ফুল, ফল ধরে একই গাছে, সূর্যটা সবারই সমান
কেউ ভালোবাসার প্রতীক হয় কারো শোকের সংসার
কোন ফুল করে ভুল ফোটে ওই বাগানে
হেলাতে পড়ে থাকে, কিছু প্রাতে আর রাতে অযতনে।
জানি কী নিয়তি তিল তিলে নিয়ে যায় একই সজ্জায়
কি বোকা আমরা মানি না অমোঘ এ মৃত্যু ঘন্টা
শুরু হোক কলরব হে খোদা মাফ করো নাদানের যত পাপ
তুমি তো মহান, তোমার দয়ার দিল, তুমি আছ অব্যয়।


রুবু মুন্নাফ
২৩-০৮-২০১৮
দক্ষিণ রায়পুর, লক্ষ্মীপুর।