বৃষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে, কান্না ভেজা কাল
ঝর ঝর ঝর গান বাজে আজ মেঘের নেই আকাল
সুর তুলেছে মেঘ বুড়ি রোদের সাথে আড়ি
গান বেঁধেছে ঢেউ উঠেছে ফিরবে না আজ বাড়ি।
শ্যাওলা ধরা উঠোন যেন বীণায় বাঁধা তার
দেখবে নাকি পুকুরে আজ ভেসে উঠবে নীলমণি হার
ব্যাঙের বিয়ের ধুম লেগেছে ঘ্যাঙর ঘ্যাঙর বাজছে
আনন্দে আজ মাছের ঝাঁকও গুনগুনিয়ে গাইছে।
স্রোতের টানে ভেসে চলে ছুটে চলা শৈশব
ফেলে আসা দিনগুলো সব স্মৃতিতে জমা বৈভব
উদোম গায়ে বৃষ্টির পানি নোনতা বিস্কুটের স্বাদ
আসুক ফিরে ফেলে আসা দিনগুলোর অনুনাদ।


রুবু মুন্নাফ
২৪-০৮-২০১৮
দক্ষিণ রায়পুর, লক্ষ্মীপুর।