বিংশ শতাব্দীর ভাঁজ মিশে আছে তোমার মননে-
সেই যে বুড়ো বটগাছটা ঠায় দাঁড়িয়ে
মহাকালের সাক্ষী হয়ে; সব কিছু ছাড়িয়ে
দুইটি মহাযুদ্ধের ক্রান্তিলগ্নে ও বিষাদের অনুরণন।
চেহারায় ভীষণভাবে পরাজয়ে বিধ্বস্ত; অন্তঃসারশূন্যতা
মহাশূন্যের অন্ধকারের কি গভীর নীরবতা
তারপর এক লহমায় একবিংশ শতাব্দীর পদচারণা,
বুড়ো বটগাছটা আজও দাঁড়িয়ে-
পৃথিবীর কী বয়েস বাড়ে না!


রুবু মুন্নাফ
১৬-১০-২০২২
গুলশান-১, ঢাকা।