এক ছুটে চলা চড়ুই ডালে ডালে উড়ে যাচ্ছে
তার প্রিয়তম'র জন্য ঘর সাজাচ্ছে
মন ঠিক মানতে চায় না কিসে তার ভালো লাগে
তাই তো অবিরাম ছুটে চলেছে প্রিয়তম'র অনুরাগে।
ক্লান্তি এসে ভর করে দু'হাঁটুর মাঝখানে
তবুও কতটা খুশি, সে শুধু চড়ুই জানে
চোখের পাতারা বিদ্রোহ করতে চায়
বিনিদ্র রজনী চড়ুই কাটায় প্রতীক্ষায়।
শেষ বিকেল যেন কিছুতেই কাটতে চায় না
বিষন্নতায় পথ চেয়ে থাকে, প্রিয়তম তবু আসে না
কখনো বা রাত্রি নিশিথে ঘুম ভেঙ্গে যায়
বিছানায় খুঁজতে থাকে তার প্রিয়তম কোথায়।
ভোরের প্রতীক্ষা করে প্রিয়তম আসবে ভালোবেসে
বুকের গভীরে হাহাকার বেড়ে যায় রাত্রি শেষে
প্রিয়তম আসে না, শূন্য ঘরে চড়ুই একলা ছটফটায়
হায়! চড়ুই শুধু জানে প্রিয়তম বিনে সে কতটা অসহায়।


রুবু মুন্নাফ
১৫-০৩-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।