শোন প্রিয়তমা আমার, কঠিন দহনেও পোড়ে না হৃদয়
তোমার একটু অবহেলায় যতটা না পুড়ে ছারখার হয়
কি এক অব্যক্ত ব্যথায় কেঁপে কেঁদে ওঠে মন,
বলা তো যায় না,তবু গুমরে মরে,পাষাণে ঠোকে জীবন।
হায়! পলাতক সময়, প্রিয়তমা আমার সাথে কথা কয়
সহ্য হয় না তোমার কেবলি উড়ে উড়ে সুদূরে চলে যাও,
আর আমি কয়েকটি মুহূর্তকাল কথা না বলে মনে হয়
কোথায় প্রিয়তমা আমার, কেন তুমি এতদূরে হারাও।
আমার ব্যস্ততাটুকু তোমাকে দূরে সরিয়ে রাখে,
যেনে রেখো পথিকের পিপাসা সামান্য পানিতে কি মেটে
তুমি তো আমার আঁজলা ভরা জলের ভান্ডার
তৃষ্ণায় ছাতি ফাটে তো আকন্ঠ ডুবে ভরতে বুকে।
হায়! প্রিয়তমা আমার, সকালের সূর্য তবু উঠে
দিনমান কাটে শত পেরেশানিতে, তবু কী ভুলি তোমায়,
শতরূপে ফিরে ফিরে আসো মরুর বুকে জল হয়ে
ভালোবাসাটুকু নিখাঁদই থাকে হৃদয়ের গহীন কিনারায়।
শোন প্রিয়তমা আমার, ভালোবাসা বুঝি বুকেতে বাঁচে
শরীর মরে যায় তবু ভালোবাসাটুকু থেকে যায়,
কি হবে তবে দূরে সরে থেকে ছোপ ছোপ বেদনায়
এসো করি দু'জন বসত ভালোবাসার আঙিনায়।


রুবু মুন্নাফ
১৫-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।