পাতা ঝরার দিনে ফোটায় কুঁড়ি, একটি মেয়ে
আসবে তার প্রিয়তম, থাকে পথটি চেয়ে।
ওই দূরে বুঝি কে বাজায় বাঁশি, মোহনসুরে
উদাস চোখে কি যেন কি দেখে, কাকে যে খুঁজেফেরে।
বুকের গহীনে কার জন্য ফোটায় জবা কুসুম
ভালোবাসার গোলাপ বুঝি ছুঁয়ে দিয়ে পাড়ায় ঘুম।
আয় ঘুম, যায় ঘুম, জমা করে তার চুমুর নিশান
দিন কাটে না, রাত পুরোয় না, হায় এ কেমন প্রেমের লিখন।
প্রিয়তম বুঝি কান পেতে রয় বুকের মাঝে
ভালোবাসার দামামা বাজায় সকাল সাঁঝে।
অধরে বুঝি অধর ছোঁয়ায় কি ভীষন অনুরাগে
লেপ্টে থাকে তার শরীরে ডুবে যাওয়া অস্তরাগে।


রুবু মুন্নাফ
২৭-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।