ওই দিগন্তে মেঘ বৃক্ষ শিকড় গেড়েছে
আবীরখেলায় আকাশটাকে রাঙিয়ে তুলেছে।
পাল তুলেছে, ঢেউ উঠেছে, সূর্য গেছে পাটে
আপনজনের অপেক্ষাতে মোহনপুরার ঘাটে।
সাঁঝের বাতি জ্বলে উঠে ডিঙি নৌকার বুকে
উদাস চোখে সান্ধ্য বুকে প্রিয়জনের শোকে।
সন্ধ্যা জাগে, করুণ রাগে, কালা পানির বাঁকে
অবাক স্রোতে, অপেক্ষাতে, পানকৌড়ির ঝাঁকে।
লালাভ মেঘে ঘর বেঁধেছে সূর্য দিগন্তে
মনের মাঝে বসত বানায় হয়তো একান্তে।
নদীর বুকে ঢেউ উঠেছে চাঁদের আমন্ত্রণে
সূর্য দিল আড়ি তাইতো দিনের বির্সজনে।


রুবু মুন্নাফ
০১-১১-২০১৮
এম ভি ঈগল, মেঘনা নদী।