শব্দের ও পতন হয়, অনবরত কী লেখা যায়
কিছু শব্দ স্বতঃস্ফূর্ততায় এসে ভিড় করে
কবিতার দুয়ারে;
হয়তো আনমনে হেঁটে যেতে যেতে গুনগুন করে
সে শব্দের কোন মানে হয় না, তবুও শব্দেরা হানা দেয়
কবির শোণিতে, ধমনী, শিরা-উপশিরায় খেলা করে।
মাঝে মাঝে অবাধ্যতায় ফেটে পড়তে চায়-
ন্যায়ের ঝান্ডায় যদিওবা মরচে ধরেছে সেই কোন কালে
পরিমিত শব্দের ব্যবহারে তুষ্ট করতে হয়
বিবেক আজ বন্দি অন্ধ কারাগারে।
কবির কলমে রুধির ধারা নেই, আছে তেলতেলে হাত
হয়তো বড্ড স্বার্থপর হাতে দুমুঠো খেতে চায় মন
লিখতে গেলেই বিপদ, শব্দেরা বরং ঘুমাক;
কি দরকার কবিতার বিশুদ্ধতা, না খেয়েও থাকে কবি
কিংবা কবি আজ ভুলে গেছে প্রতিবাদ করতে-
সময় হয়েছে কবিতার ফসল ঘরে নেবার,
ঝংকারে বিবেকের ঘরে থরো থরো কম্পন তোলার।


রুবু মুন্নাফ
১৭-০২-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।