প্রিয়তমা, তুমি কোথায়?
যখন আমাদের শহরে ঘূর্ণিবাতাস ঢেউ তোলে
আলোর ঝলকানিতে বিদীর্ণ হয় রাত্রির কাল
দোর্দণ্ড প্রতাপে লন্ডভন্ড হয় চড়ুইদের সংসার,
কি ভীষণ একরোখা জেদ তোমার মনেও বাসা বেঁধেছে
অলিগলির মাঝেও ঠিকই দমকা হাওয়া আঘাত হেনেছে
হয়তো কিছুটা করুণা প্রাপ্য ছিল কারো কারো
নাকি ঝড়ো বাতাসের মতোই তুমি ও তোমার অহংকার।


হায়! প্রিয়তমা, এমন রুদ্ররোষে কতটা কল্যাণ
লু হাওয়ায় বরং একটু শীতল বাতাস কী কাম্য নয়
মেঘপুঞ্জদেরও তো আলসেমি আসে, ধীরে বইতে চায়,
মখমলের মতো সোনালু ফুলে কিসের আবেশ আসে
প্রথম বসন্তের আগমনী গানে ভাসিয়ে দিতে চায়
এ যেন শেষ বিকেলে দিগন্তের সূর্য সাগরে মিলায়।


প্রিয় জানে, প্রিয় বিনে, কতটা অসহায় দিন কাটে
মধ্যগগনের সূর্যই শুধু জানে, পথিকের তৃষ্ণার কি মানে
এই শহরে হয়তো কেউ আপন চাঁদের হাট বসায়,
চাঁদ কি জানে কোটি তারার মাঝেও সে কতটা অসহায়
ঘুম বাবু আয়, ঘুম বাবু আয়, প্রিয়তমা বড় ক্লান্ত
স্বপ্ন মাঝে শহরটাতে সে শ্রান্ত বুকে মুখ লুকায়।


রুবু মুন্নাফ
০৪-০৫-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।