ভালো থাকা আমার তোমার উচ্ছ্বল হাসির জন্য
ক্লান্তির মিছিলে তোমার এক টুকরো হাসি তো আমার কাম্য
এই যে অনিশ্চিত জীবন, তাতে অমিলন হাসিটুকু কে না চায়
হয়তো বেঁচে থাকার সঞ্জীবনী তুমি আমার চির আরাধ্য।
থমকে থাকার মাঝে নাকি ঝড়ো বাতাস লুকানো
তাই তো তুমি তোমার মাঝে লুকিয়ে থাকা মানায় না
অন্তত মুচকি হাসিটুকু তো আমি পেতে পারি নাকি
তোমার অধরের একটুখানি স্ফীতি আমার প্রশান্তি।
পড়ন্ত বিকেলে হয়তো তুমি আকাশ দেখে দেখে,
তোমার বারান্দায় আনমনে দাঁড়িয়ে গুনগুন সুর তোলো
কিংবা কোন এক অচিন মানুষের মুখ খোঁজো
চলতি পথে ছুটে চলা অচেনা পথিকের চোখে মুখে।
এই যে তিলতিল করে আমাদের স্বপ্ন বোনা হচ্ছে
তাতে যেনে রেখো প্রতিটি গাঁথুনিতে সুখ লেখা আছে
ভালোলাগার সুখ, তোমাকে একান্ত করে পাবার সুখ
আমাদের ভালোবাসার এ এক সুখের অসুখ।


রুবু মুন্নাফ
১৯-০৯-২০১৮
গুলশান-০২, ঢাকা।